আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেকে উদ্দেশ্যে করে ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেন, ঢাকায় বসে রাজনীতি করবেন? আমার নেতাকর্মীরা আপনাদের পেছনে স্লোগান দেয়। ওবায়দুল কাদের সাহেব পদ টিকাতে অপশক্তির কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি আমাকে টেলিফোনে বলেন ‘তুমি আমার পদ খাবে নাকি?’
তিনি আরও বলেন, একরাম চৌধুরী টেলিভিশন লাইভে বলেছে আমি নাকি অসুস্থ। আমার নাকি চিকিৎসার প্রয়োজন। আমি বলবো আমার নয়, তার চিকিৎসার প্রয়োজন।
কাদের মির্জা বক্তব্যের এক ফাঁকে সমস্বরে স্লোগান দিতে থাকেন, এক দফা এক দাবি, একরাম তুই কবে যাবি। একরাম চৌধুরীর বহিষ্কার পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।
এ দাবিতে আগামী রোববার কোম্পানীগঞ্জে সর্বত্র আধা বেলা হরতাল পালিত হবে। এ সময় কোনও কাকপক্ষীও উড়তে পারবে না। গতকাল বুধবার সন্ধ্যায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বক্তব্য দেননি।
জেবি