রাজশাহীতে শীতার্ত দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার দুঃস্থ ও গরিবদের মধ্যে কম্বল বিতরণ করেন আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
পরে মানবতার দেয়ালের উদ্বোধন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার উদয় কুমার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুম মনির।
অনুষ্ঠানে দুই শতাধিক দুঃস্থ গরিবদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মানবতার দেয়ালে শীতার্তদের জন্য গরম কাপড় দানসহ গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বৃত্তবানদের প্রতি আহ্বান জানান।
জেবি