ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

আড়াই বছর কারাভোগ শেষে ওরা ১২ জন দেশে ফিরলো

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ জানুয়ারি ২০২১ , ১০:১৬ পিএম


loading/img
আড়াই বছর কারাভোগ শেষে ওরা ১২ জন দেশে ফিরলো

অবৈধ পথে ভারতে প্রবেশের দায়ে ১২ বাংলাদেশি কারাভোগ শেষে দেশে ফিরলেন। আজ শনিবার ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করলে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুটি শিশু দেশে ফেরেন। তারা খুলনা, বাগেরহাট ও বরগুনা জেলার বাসিন্দা। তাদের বয়স ৭ থেকে ৩৫ বছরের মধ্যে।

বিজ্ঞাপন

দেশে ফেরত আসার পর বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের বেসরকারি মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। পরে তাঁদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ইমিগ্রেশন পুলিশ ও জিম্মায় নেওয়া সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তিন বছর আগে এসব নারী, পুরুষ ও শিশু ভারতে পাচার হয়ে যান। পরে তারা অনুপ্রবেশকারী হিসেবে ভারতীয় পুলিশের হাতে আটক হন। আড়াই বছর কারাভোগের পর তারা মুক্ত হন। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের ট্রাভেল পারমিট দেওয়া হয়। শেষ পর্যন্ত তারা দেশে ফিরে এসেছেন।

বিজ্ঞাপন

জাস্টিস অ্যান্ড কেয়ারের আঞ্চলিক ব্যবস্থাপক এ বি এম মহিদ হোসেন বলেন, তিন বছর আগে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আশায় তাঁরা ভারতে যান। ব্যাঙ্গালুরুতে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় তাঁরা ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখান থেকে তালাশ নামে একটি বেসরকারি সংস্থা তাঁদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |