ঢাকাবুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

বাসা বদলেও লাভ হয়নি; তার আগেই মেয়ে চার মাসের অন্তঃসত্ত্বা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৮:৪১ পিএম


loading/img
আরটিভি নিউজের সংগৃহীত ছবি

বয়স ২৫ হলেও অন্য সব স্বাভাবিক নারীর মতো নন তিনি। বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করত এলাকার  মনির (৪০) নামের এক যুবক। উপায় না দেখে মেয়েকে নিয়ে অন্যত্র ভাড়া বাসা নেয় পরিবার। তবে এতে  কোনও লাভ হয়নি। নতুন বাসায় যাওয়ার এক মাস পর পরিবার জানতে পারে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। পুলিশ মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বুধবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। এ ঘটনা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি এলাকায়।

বিজ্ঞাপন

মনির সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজ এলাকার মৃত সিদ্দিক কন্টাক্টরের ছেলে।

গেলো বছরের ২৪ সেপ্টেম্বর বাদীর আত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েকে একা বাসায় রেখে পরিবারের সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সেই সুযোগে আসামি মনির ভোরে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের এমনই বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে ভিকটিম। সে সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন এ জাবনবন্দি রেকর্ড করেন। ওই সময় গ্রেপ্তারকৃত মনিরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।

বিজ্ঞাপন

এ বিষেয় কোর্ট পুলিশের এএসআই মো. রোকনুজ্জামান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত এই ধর্ষণ মামলায় ভিকটিম আজ আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। সে সময় গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

মামলা এজাহার সূত্রে জানা যায় যে, বাদী পূর্বে যে বাসায় ভাড়া থাকতেন তার পাশের বাড়িতেই থাকতেন অভিযুক্ত মনির। বাদীর মেয়ে একজন বুদ্ধি প্রতিবন্ধি। বিভিন্ন সময় মেয়েটিকে বিরক্ত করতো ও বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলাতো পাশের বাড়ির মো. মনির (৪০) নামের এক যুবক। পরে বাদী সেখানকার ভাড়াটিয়া বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে অন্যত্রে ভাড়া চলে আছে। কিন্তু বাড়ি পরিবর্তন করেও লাভ হয়নি বাদীর। চার মাস আগেই মনিরের হাতে ধর্ষণের শিকার হন ওই তরুণী।  গেলো ১৫ দিন যাবৎ মেয়ের অস্বাভাবিক চলাফেরা ও শারীরিক পরিবর্তন হওয়ায় ডাক্তারি চিকিৎসা শেষে জানতে পারে চার মাসের অন্তঃসত্ত্বা বাদীর মেয়ে। সে সময় ভিকটিমকে বাদী জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানায় ভিকটিম। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |