যশোরের মণিরামপুরে স্ত্রীকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহমেদ আলী (২৫) নামে একজন আহত হয়েছেন। তিনি উপজেলার শ্যামকুড়ের সোহরাব মোড়লের ছেলে।
আহতের স্ত্রী হিরা খাতুন জানান, দীর্ঘদিন তাকে একই গ্রামের নজরুল ইসলাম নামে এক ব্যক্তি কুপ্রস্তাব দিয়ে আসছিলো। গেলো মঙ্গলবার সন্ধ্যায় হিরাকে বাড়ির সামনে একা পেয়ে আবারও কুপ্রস্তাব দেয় নজরুল ইসলাম। রাতে স্বামী আহমেদ আলীকে বিষয়টি জানান তিনি।
বুধবার সকালে স্ত্রীকে কুপ্রস্তাবের কারণ জানতে আহমেদ আলী বখাটে নজরুল ইসলামের বাড়িতে যান। এ সময় নজরুল ইসলাম তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে নজরুলের নেতৃত্বে রাইহানসহ চার-পাঁচজন তাদের বাড়িতে হামলা করে আহমেদ আলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
জেবি