ঠাকুরগাঁওয়ে বরুণাগাঁও এলাকার নদীর পাড় থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসিন্দা সাইদুল ও তার স্ত্রী আসমা বেগম।
আজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে নদীর পাড়ে মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।
আরো পড়ুন : মায়ের ওপর রাগ করে বাসা থেকে বের হয়ে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা
নিহত আসামিকে পুলিশ গলা কাটা অবস্থায় উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, তদন্ত করার এই ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।
জেবি