প্রার্থীরা ভোটারদের মন কতোটা জয় করতে পেরেছে তা জানার জন্য ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পালা। প্রচারণা শেষ হয়েছে গতকাল শুক্রবার মধ্যরাতে।এখন শুধু মুখে মুখে আলোচনা-সমালোচনা কে হচ্ছেন লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র।
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (নৌকা), রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ), ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র), জাতীয় পার্টির প্রার্থী এস এম ওয়াহেদুল হাসান সেনা (সদ্য আওয়ামী লীগ হতে জাপাতে যোগদানকৃত) ও ইসলামী আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা)।
এছাড়াও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাটগ্রাম পৌর সভার মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ (নারিকেল গাছ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.সুমন মিয়া (হাত পাখা)।
এছাড়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন (মহিলা) প্রার্থী ও ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে পাটগ্রাম চার নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। এলাকার প্রত্যেক সড়ক, পাড়া, মহল্লায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া প্রার্থীরা ঘুরছেন ভোটারদের ঘরে ঘরে। এছাড়াও চলছে মাইক বাজিয়ে প্রচারণা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী।
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি ও কঠোর অবস্থান থাকবেন বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৫৭৭ জন ও মহিলা ২৪ হাজার ১৮২জন। পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৮৫৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬২ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৯৩ জন। লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান আরটিভি নিউজকে বলেন, দুইটি পৌরসভার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, লালমনিরহাট পৌরসভা ইভিএমে ও পাটগ্রাম পৌরসভা ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক আবু জাফর বলেন, প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।
জেবি