নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আলোক পাড়ায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : কালিহাতীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত
এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- মোহন (১৮), সালাউদ্দিন (২৭) ও উলুপাড়া এলাকার স্বপনের ছেলে মনির (২২)।
জানা যায়, ভোটকেন্দ্রের বাইরে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা সহিংসতা ঘটনা ঘটায়। তারা একটি ককটেল বিস্ফোরণ করে কিছু ভোটারদের ছত্রভঙ্গ করে দেয় এবং গুলিবর্ষণ করে।
আরও পড়ুন : চন্দনাইশে নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন জানান, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
এসএস