টাঙ্গাইলের কালিহাতী পৌর নির্বাচনে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিরবাসিন্দা যুবলীগ নেতা জামাল হোসেন ও বিএনপি কর্মী ইদ্রিস আলীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: সোনাইমুড়ীতে কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩
স্থানীয়রা জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে বেলা সাড়ে ১২টার দিকে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে অবস্থান নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ। পরে র্যাব, পুলিশ, বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
এ বিষয়ে কালিহাতী থানা অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।
আরও পড়ুন: স্বামীকে চা খেতে পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, আ.লীগ নেতাকে গণধোলাই
এসএস