চট্টগ্রামের পটিয়া পৌর নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলিতে আবদুল মাবুদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের বড় ভাই বলে জানা গেছে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দুই দল কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গোবিন্দার খিল কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে কাউন্সিলর প্রার্থী মো. মান্নান ও সারোয়ার কমোল রাজিবের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তাদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
আরও পড়ুন :
- সোনাইমুড়ীতে কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩
- কালিহাতীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষে ১০ জন আহত
- ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রে ‘হাতবোমা’ বিস্ফোরণ
এর আগে সকাল আটটা থেকে চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। পটিয়ায় মোট ভোটার ৩৯ হাজার ৭৮৭। পৌরসভার ৯ ওয়ার্ডে ১৮টি ভোট কেন্দ্র রয়েছে।
এসএস