নওগাঁর মহাদেবপুরে ট্রাকের ধাক্কায় পলাশ (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সরস্বতীপুর মোড়ে ঘটনাটি ঘটে। নিহত পলাশ সদর উপজেলার চকমুক্তার দয়ালের মোড় এলাকার আইয়ুব আলীর ছেলে।
বিজ্ঞাপন
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আরটিভি নিউজকে জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে সরস্বতীপুর মোড়ে আসলে অজ্ঞাতনামা একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। ওসি আরও জানান, এ বিষয়ে থানায় এখনও কোনও মামলা হয়নি।
বিজ্ঞাপন
জেবি