ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

এখন থেকে চুয়াডাঙ্গাতেই হবে কোভিড-১৯ পরীক্ষা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২০ ফেব্রুয়ারি ২০২১ , ০২:৩৬ পিএম


loading/img
ছবি আরটিভি নিউজ

এখন থেকে চুয়াডাঙ্গাতেই করা হবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা। এক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে রিপোর্ট। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে নমুনা পরীক্ষার কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। এ সময় তিনি বলেন, মহামারি করোনাভাইরাসের তাণ্ডব শুরু হলে খুলনা, যশোর ও কুষ্টিয়া পিসিআর ল্যাবে মানুষের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো।

বিজ্ঞাপন

নমুনার রিপোর্ট আসতে অনেক সময় লাগতো।এখন চুয়াডাঙ্গাতেই করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। এর রিপোর্ট দেওয়া হবে এক ঘণ্টার মধ্যে।  এতে মানুষের কষ্ট যেমন লাঘব হবে, কম সময়ের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকের একটি কক্ষে নমুনা সংগ্রহ করা হবে। আর অন্য একটি কক্ষে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে। 

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী  লীগের যুগ্ম  সাধারণ  সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট  ডা. ওয়ালিউর রহমান নয়ন, কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |