ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

অসুস্থ বাবাকে দেখতে আসা তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর ভিডিও ধারণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:১৮ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সিলেটের প্রেমের ফাঁদ পেতে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে আদিল হোসাইন লিমন (২৩) নামে এক যুবক। 

বিজ্ঞাপন

এরপর শারীরিক সম্পর্কের ভিডিওচিত্র ধারণ করে প্রতারণা করে সে। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই লিমনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

আরও পড়ুন : মুরগি খুঁজতে যাওয়া মেয়েটিকে ধর্ষণের পর আটকে রাখে আপন

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি লিমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতনসহ পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী। ওই রাতেই নগরীর মিরবক্সটুলা এলাকা থেকে পুলিশ অভিযুক্ত লিমনকে গ্রেপ্তার করে। সুনামগঞ্জের বাসিন্দা আদিল বর্তমানে নগরীর মীরবক্সটুলায় বসবাস করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সুবাদে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন লিমন। গত ১২ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ বাবাকে দেখতে সিলেট আসেন তরুণী (২৩)। দুপুরের দিকে তরুণীকে নিয়ে নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে নিয়ে যান লিমন।

আরও পড়ুন : স্বামী-শ্বশুর ইন্ডিয়াতে থাকার সুযোগটাই রাতে নিয়েছে লালমন

মামলায় অভিযোগ করা হয়, সেখানে তরুণীকে ধর্ষণ করে লিমন। মোবাইল ফোনে এর ভিডিওচিত্রও ধারণ করে সে।

তরুণীর অভিযোগ, ওই ভিডিওচিত্র দেখিয়ে লিমন প্রতারণা শুরু করে। ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছে টাকা দাবি করে সে। গত ১৪ ফেব্রুয়ারি লিমনকে ৫ হাজার টাকা দেন তরুণী। এরপর পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপন এবং টাকার জন্য তরুণীকে চাপ দিতে থাকে লিমন।

আরও পড়ুন : গ্রামে পুরুষ নেই, তবু হন গর্ভবতী নারীরা!

এতে রাজী না হওয়ায় ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় লিমন। এরপর তরুণী থানায় মামলা দায়ের করেন।

জেবি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |