ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কোচিং সেন্টার বন্ধ দেখে চা বাগানে ঘুরতে গিয়েছিলো স্কুলছাত্রী!

মৌলভীবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ , ০৭:২৭ পিএম


loading/img
ছবি সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী(১৬)পরিচিত এক তরুণের (২০) সঙ্গে চা বাগানে ঘুরতে গিয়েছিলো। এ সময় অপর এক তরুণ পুলিশের ধরিয়ে দেয়ার হুমকি দিলে পরিচিত  তরুণ (২০) সটকে পড়ে। পরে  ওই তরুণ কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন।

বিজ্ঞাপন

পরে দৌড়ে কিশোরী একটি বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ির সবাইকে সে ঘটনা খুলে বলে। তাদের কাছ থেকে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তীসহ বেশ কয়েকজন কর্মকর্তা ওই বাড়িতে যান। তারা ছাত্রীকে অভয় দেন। এরপর ছাত্রীর মাকে খবর দিয়ে আনা হয়। পরে ছাত্রীকে মায়ের কাছে দেওয়া হয়।

ছাত্রীর মা বলেন, তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন। ওসি সঞ্জয় চক্রবর্তী আজ বেলা সাড়ে তিনটার দিকে বলেন, ঘটনায় জড়িত দুই তরুণকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তারা বখাটে প্রকৃতির। তাদের আটকের জন্য বিভিন্নভাবে চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |