ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের আট লাখ টাকা ছিনতাই

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ , ১২:২৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

যশোরের শার্শায় ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে  আট লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

গতকাল বুধবার সন্ধ্যায় শার্শা বলফিল্ডের পাশে মোটরসাইকেল গতিরোধ করে এ ছিনতাই করে দুর্বৃত্তরা।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী শরিফ আরটিভি নিউজকে জানান, শার্শার নাভরন সাতক্ষীরা মোড়ে তার ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের শাখা রয়েছে। কর্মচারী শিমুল একটি প্যাকেটে আট লাখ টাকা নিয়ে বেনাপোল থেকে নাভারনের দিকে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

শার্শা বলফিল্ডের সামনে দুটি মোটরসাইকেলে তিন ব্যক্তি মাস্ক পরিহিত অবস্থায় শিমুলের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তার কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায়। বিষয়টি শার্শা থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইনসপেক্টর খালেকুর রহমান আরটিভি নিউজ জানান, টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান আরটিভি নিউজকে বলেন, তারা অভিযোগ পেয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে আসামি ধরতে অভিযানও চলছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |