ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষার দাবিতে বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা প্রত্যাশী ছাত্র-ছাত্রীরা।

বিজ্ঞাপন

আজ শনিবার বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে অনতিবিলম্বে পরিক্ষা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা জানান, অনার্স-মাস্টার্স শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়।

করোনা মহামারীর কারণে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় গ্রাজুয়েশন প্রত্যাশী শিক্ষার্থীরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরপরে পরীক্ষা শুরু করায় স্বস্তি ফেরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে।

বিজ্ঞাপন

 তবে হঠাৎই আবারও পরীক্ষা স্থগিত করায় অস্তিত্ব সংকটে পরতে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এই সংকট থেকে মুক্তি পেতে পরীক্ষা গ্রহণের বিকল্প নেই। তাই যথাসম্ভব খুব দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পরিক্ষার সময়সূচি প্রকাশ ও পরিক্ষা গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা, অনার্স চতুর্থ বর্ষের ভাইভা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলমান ছিল।

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাদের পরীক্ষা গ্রহণ করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |