ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিরামপুরে ফেনসিডিলসহ যুবক আটক

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০১ মার্চ ২০২১ , ১১:৫৪ এএম


loading/img
ছবি সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত থেকে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

গতকাল রোববার বিকেলে উপজেলার কসবা-সাগরপুর গ্রামের কাঁচা রাস্তায় ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম স্বপন আলী (৩২)। তিনি উপজেলার সাগরপুর গ্রামের মৃত ইছিম উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ভাইগড় বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শওকত আলী মোল্লা আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাদকের একটি বড় চালান সাগরপুরের ওপর দিয়ে যেতে পারে। এমন খবরের ভিত্তিতে কয়েকজন বিজিবি সদস্য কসবা-সাগরপুর গ্রামের কাঁচা রাস্তায় ওপর অবস্থান নেয়। পরে স্বপন আলী নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৩২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক স্বপনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |