ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও এনজিও কোম্পানি 

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ১১:৩৫ এএম


loading/img
ফাইল ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় অসহায়, হতদরিদ্র শত শত গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠান।

বিজ্ঞাপন

মোটা অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এনজিওটি। ফলে জীবনের সকল সঞ্চয় হারিয়ে গ্রাহকরা এখন দিশেহারা হয়ে পড়েছেন।

দাগনভূঞা উপজেলা পরিষদসংলগ্ন স্বপন হোটেল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ‘সকস বাংলাদেশ’এনজিও কোম্পানিটি। ভুক্তভোগীদের অভিযোগ, অফিস কর্তৃপক্ষ সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে ১০, ২০, ৫০ হাজার টাকা করে সঞ্চয় নেয়।

বিজ্ঞাপন

গেলো মঙ্গলবার ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলছে। প্রতারকরা রাতেই গ্রাহকদের টাকা ও অফিসের মালামাল নিয়ে লাপাত্তা হয়ে যায়।

পরে হাসিনা মমতাজ নামে এক ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন জানান, পুলিশ প্রতারকদের শনাক্তসহ টাকা লেনদেনের বিষয় ক্ষতিয়ে দেখছে।

বিজ্ঞাপন

এদিকে ক্ষুব্ধ গ্রাহকদের মানববন্ধন ও বিক্ষোভের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় ভবন মালিক জড়িত বলে  অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |