ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১ , ০১:১৭ পিএম


loading/img
ফাইল ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলের অপর এক যাত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ টার্নিং পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।

হতাহত মোটরসাইকেল আরেহীরা হলেন, হাবুল ফকির (৫৫) ও রুক্কন উদ্দিন (৩৫)।

বিজ্ঞাপন

নিহত হাবুল ফকির গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামের মৃত আব্দুর ছাত্তারের ছেলে এবং আহত রুক্কন উদ্দিন তারাকান্দা থানার কামারগাঁও এলাকার আব্দুল বারেকের ছেলে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর নয়ন দাস বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে জালশুকা কুমুদগঞ্জ টার্নিং পয়েন্টে বিরিশিরিগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-২৯২৭)  বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই হাবুল ফকির মারা যান। আহত হন রুক্কন উদ্দিন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসকের অনুমতির ভিত্তিতে নিহত হাবুল ফকিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |