ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

মাদকাসক্ত স্বামীর সহযোগিতায় মেয়েটিকে ধর্ষণ করল মহিউদ্দিন

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ মার্চ ২০২১ , ০১:১৪ পিএম


loading/img
সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ মার্চ) রামগড় থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত মহিউদ্দিন উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

আরো পড়ুন... বিয়ের দিন প্রেমিকাকে নিয়ে পালালেন বর

বিজ্ঞাপন

ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় তার মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। এই নির্যাতন সইতে না পেরে তার মেয়ে গত ৪ মার্চ নানির বাড়িতে চলে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে মহিউদ্দিন ও ভুক্তভোগীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে তিনি থানায় মামলা করেন।

এই বিষয়ে রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, মঙ্গলবার (৯ মার্চ) ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্যে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। 

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |