ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ফেনীতে অগ্নিদগ্ধ মায়ের পর মেয়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ০১:৪৭ পিএম


loading/img
ফাইল ছবি

ফেনীর শহরতলীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনের শফিক ম্যানশনের ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মায়ের পর দগ্ধ মেয়ে হাফসা ইসলামও (১৪) মারা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মেয়ে হাফসা ইসলাম রাজধানীর ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে মা মেহেরুন্নেছা লিপি বুধবার (১০ মার্চ) দুপুরে মারা যান। 

নিহত লিপি আবুধাবি প্রবাসী মাহফুজের স্ত্রী। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাটের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে।

বিজ্ঞাপন

এই ঘটনায় আরেক অগ্নিদগ্ধ বড় মেয়ে ফারহা ইসলামকে ঢাকায় আত্মীয়ের বাসায় নেয়া হয়েছে। অন্যদিকে লিপির ও তার মেয়ে হাফসা ইসলামকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট চত্তরিয়া গ্রামে নেয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ শুক্রবার রাতে শহরের হলি ক্রিসেন্ট স্কুলের পাশে সফিক ম্যানশনের ৫ম তলায় লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মা ও মেয়েসহ ৩ জন দগ্ধ হয়। পরের দিন শনিবার মা ও ছোট মেয়েকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |