ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ০৯:০২ পিএম


loading/img
কাদের মির্জা

নোয়াখালী কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সিএনজি চালক আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় সিএনজি চালক আলা উদ্দিনের ভাই বাদী হয়ে আবেদনটি করেন। এর আগে বিকেল থেকে পৌরভবনটি ঘিরে রেখে পুলিশ ও র‌্যাব। এতে বসুরহাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকেল থেকেই পৌরভবনে ছিলেন কাদের মির্জা।

আরও পড়ুন : নায়িকা রোমানা স্বর্ণা গ্রেপ্তার

মামলার বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় জানতে চাইলে ডিউটি অফিসার এসআই ইয়ামিন আরটিভি নিউজকে বলেন এখনও এফআইআর হয়নি। পরে বিষয়টি জানানো হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি সাংবাদিকদের জানান, পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

আরও পড়ুন : কুমিল্লায় চলন্ত বাসে আগুনে নিহত ৩, আহত ১৫

বিজ্ঞাপন

এর আগে স্থানীয় আওয়ামী লীগ বিবদমান কাদের মির্জা ও বাদল সমর্থিত দুই গ্রুপের দফায় দফায় হামলা সংঘর্ষে সাংবাদিকসহ দুই জন নিহত হওয়ায় পর দোষীদের ছাড় না দিতে নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে (৫০) গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশ সুপার আলমগীর হোসেন।

আরও পড়ুন : দুধের বালতি রেখে হঠাৎ উধাও বিক্রেতারা 

বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাব এলাকা থেকে সাদা পোশাকে একদল পুলিশ বাদলকে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |