ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রংপুরে প্রাণ গেল নববধূর

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ , ০৯:৩০ পিএম


loading/img
রংপুরে প্রাণ গেল নববধূর

রংপুরের মিঠাপুকুর এলাকায় রত্না বেগম (২০) নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রত্না মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দিন মজুর লিটন মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন

লিটন আগেও একটা বিয়ে করেছিলেন। ঘরের একজন মেয়ে আছে। সেই স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। নয় মাস আগে রত্নার সঙ্গে লিটন মিয়ার বিয়ে হয়। কিন্তু লিটন আগের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় রত্নার সঙ্গে ঝগড়া লাগে।

আরও পড়ুন : পদোন্নতি পেলেন না আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব লেগেই থাকে। এর জেরে বৃহস্পতিবার সকালে রত্নাকে মারপিট করে লিটন। এরপর মুখে বিষ ঢেলে দেয়। এরপর গুরুতর অবস্থায় প্রতিবেশীরা হাসপাতালে নেওয়ার পথে রত্নার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের বাবা রঞ্জু মিয়া থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

আরও পড়ুন : নায়িকা রোমানা স্বর্ণা গ্রেপ্তার

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান জানান, গৃহবধূ রত্নার মৃত্যুর ঘটনায় তার বাবা আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |