চট্টগ্রাম রাউজানে স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন মো. নয়ন নামে (২৬) এক ব্যক্তি। মৃত্যুর আগে এক চিঠিতে নিজের মরা মুখ না দেখতে স্ত্রীর প্রতি অনুরোধ করে গেছেন তিনি।
শনিবার (১৩ মার্চ) সকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাউজান থানা পুলিশ।
আরও পড়ুন : লক্ষ্মীপুর-২ আসনে নৌকার টিকিট পেলেন নয়ন
নিহত নয়ন চিঠিতে লিখেছেন, ‘ভালোবাসা, আমার জানকে। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। তুমি আমাকে দেখতে আসবে না। এটা আমার কথা। আমি অনেক ভালোবাসি তোমাকে ’সানজিদা’। আমার জান। আমার লাশের পাশে আমার স্ত্রী যেন না আসে। আমার মরা মুখ দেখতে না পারে। এই ইচ্ছেটা পূরণ করবেন। আমার জন্য কাউকে দায় করবেন না। ও সুখে থাক। আমিও অনেক সুখে আছি। বিদায়.....। ’
আরও পড়ুন : ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন নায়িকা, আরও অভিযোগ আসছে!
এ ঘটনার বিষয়ে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল বলেন, তারা দু’জন তিন বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন। দাম্পত্য কলহের জেরে স্ত্রী বাবার বাড়ি চলে গেলে অভিমানে আত্মহত্যা করেন নয়ন। পরে সকালে সংবাদ পেয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : পুলিশ করলো জরিমানা, নারী দিল চুমু
জিএম