নাটোরের গুরুদাসপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অনশন করছেন এক কলেজ ছাত্রী (১৯)। আজ শনিবার (২০ মার্চ) অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে প্রেমিক তারেক হাসান পলাতক রয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ মার্চ) বিয়ের দাবিতে প্রেমিক তারেক হাসানের বাড়িতে অবস্থান নেন ওই শিক্ষার্থী। তবে প্রেমিক তারেক পলাতক থাকায় তার স্বজনরা ওই শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। ওই শিক্ষার্থী দুদিন ধরে অনশনে থেকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী কলেজ ছাত্রী সংবাদ মাধ্যমকে জানান, প্রায় একবছর আগে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রামের কাচু মণ্ডলের ছেলে তারেক হাসানের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রীর বাসার পাশে তারেকের মাছ চাষের পুকুর থাকায় প্রায়ই দু’জন নির্জন স্থানে দেখা করতো। পরে বিয়ের প্রলোভনে একাধিক বার তারেক তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শুক্রবার (১৯ মার্চ) বিয়ের আশ্বাসে বাসায় আসার কথা বলে তাকে রেখে কৌশলে পালিয়ে যায় তারেক।
ভুক্তভোগীর বিষয়ে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন জাহান বলেন, ‘মেয়েটি মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার শারীরিক দুর্বলতা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’
এ ঘটনার বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘এ ঘটনায় ওই ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
জিএম