না ফেরার দেশে চলে গেলেন ভাষা সৈনিক আবুল হোসেন। বুধবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। স্ত্রীর বিদায়ের পর দুই ছেলে ও এক মেয়ে রেখে তিনিও পরপারে পাড়ি জমালেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে রামেকের জরুরী বিভাগে নেয়া হয় তাকে। সেখান পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রামেক আনার আগেই তার মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।
মরহুমের ছেলে আবুল হাসনাত জানান, বার্ধক্যজনিত কারণে বাবা অসুস্থ হয়ে পড়লে বেসরকারি বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রামেক পাঠানো হয়। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
ভাষা সৈনিক আবুল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের টিকাপাড়া মহানগর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর টিকাপাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে।
এসআর/