ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

লঞ্চযাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব, নেই স্যানিটাইজারের ব্যবস্থা 

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৫ এপ্রিল ২০২১ , ১০:২৮ এএম


loading/img
লঞ্চযাত্রীরা মানছেন না সামাজিক দূরত্ব

বরিশালের লঞ্চযাত্রীরা মানছে না সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। গতকাল রোববার বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অধিকাংশ লঞ্চে ছিল না স্যানিটাইজারের ব্যবস্থা। অপরদিকে যাত্রীরা মানেনি সামাজিক দূরত্ব। তারা কেউই মানেনি সরকার ঘোষিত নির্দেশনা।

বিজ্ঞাপন

সোমবার সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। তাই বরিশালে বেড়াতে বা কাজে আসা লোকজন ঢাকার উদ্দেশে রওনা দিতে বরিশাল টার্মিনালে নোঙর করা লঞ্চে সামাজিক দূরত্ব বজায় না রেখে ডেকে চাদর বিছিয়ে অবস্থান নেয়। গতকাল যে কয়টি লঞ্চ বরিশাল টার্মিনাল ত্যাগ করেছে তার অধিকাংশেই স্যানিটাইজারের ব্যবস্থা চোখে পরেনি। যা-ও দুই একটা ছিল তা দিয়ে যাত্রীদের স্যানিটাইজ না করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |