ঝালকাঠির কাঁঠালিয়ায় বিধবা নারীকে (৪৮) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৪ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই নারী কাঁঠালিয়া থানায় দুই জনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ সোমবার (৫ এপ্রিল) সকালে ধর্ষণের শিকার ওই নারীকে ঝালকাঠি সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছেন।
আরও পড়ুন... ছাত্রলীগ নেতা রাব্বানীকে নিয়ে কলকাতার অভিনেত্রী জবার স্ট্যাটাস
গ্রেপ্তারকৃত রফিক (৩৫) শৌলজালিয়া গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ঘরের ভেতরে একা পেয়ে মাইদুল খলিফা ও রফিক নামে দুই যুবক পালাক্রমে ভুক্তভোগী ওই নারীকে ধর্ষণ করে। পরে তার নগ্ন ভিডিও ধারণ ও ছবি তোলে যুবকরা। এ ঘটনা কাউকে জানালে, ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা। এসময় যুবকরা নারীর মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায়।
আরও পড়ুন ... গাড়ি না পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
এ ঘটনায় দুই দিন ভয়ে পালিয়ে থাকার পরে রোববার (৪ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই নারী। ইউএনও তার অভিযোগটি থানায় পাঠালে পুলিশ রাতে অভিযান চালিয়ে মো. রফিককে গ্রেপ্তার করে।
এই বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, পুলিশ ওই নারীর মামলা রেকর্ড করে রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জিএম/পি