ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, গ্রেপ্তার যুবক 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ এপ্রিল ২০২১ , ০৫:২৩ পিএম


loading/img
গ্রেপ্তারকৃত মো. বরকত মোল্যা

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৮ এপ্রিল) সকালে কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (১৭ এপ্রিল) রাতে নড়াগাতি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরসালিন খন্দকার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। 

গ্রেপ্তারকৃত মো. বরকত মোল্যা (৩২) নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. নূর মিয়া মোল্যার ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ‘বরকত আর্ট’ নামের একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর কারাবন্দি একটি প্রতীকী ছবি যুক্ত করে ছবির ওপরে ‘সময় আসবে একদিন ইনশাল্লাহ’ আর ছবির নিচে ‘প্রথমে জেল, তারপর ফাঁসি এরপর মরদেহবাহী অ্যাম্বুলেন্স নাজিমুদ্দিন রোড দিয়ে হুইসেল বাজিয়ে গোপালগঞ্জ যাবে জানাজা তো দূরের কথা, মরদেহ গ্রহণ করার মত একটি মানুষও সেই দিন থাকবে না।’ এ স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিকে ‘বরকত আর্ট’ এর পেজে বিভ্রান্তি ও অপপ্রচারমূলক পোস্টের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও জনগণের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টার অভিযোগে ছাত্রলীগ নেতা মুরসালিনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, ফেসবুকে অপপ্রচার ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টার অভিযোগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবককে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। 

বিজ্ঞাপন

জিএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |