চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকা থেকে প্রায় ১ কোটি এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যমানের হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাতে জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলারমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পাঁরচৌকা গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. নাজিম (৩২)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব জানতে পারে মেলারমোড় এলাকায় অবৈধ মাদকসহ অবস্থান করছেন মো. নাজিম। এ তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এবং স্কোয়াড কমান্ডার মো. ওমর আলীর নেতৃত্বে মঙ্গলবার (৩১ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টার দিকে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় ১ কেজি ৩৫ গ্রাম হেরোইন সহ মো. নাজিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
জিএম