ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

সংযোগ সড়কের অভাবে পড়ে আছে ১৮ লাখ টাকার সেতু

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ এপ্রিল ২০২১ , ০৩:৫০ পিএম


loading/img
সংযোগ সড়কের অভাবে পড়ে আছে ১৮ লাখ টাকার সেতু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চার বছর আগে একটি সেতু নির্মাণ করা হলেও এখন পর্যন্ত দুইপাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। অকেজো হয়ে পড়ে আছে সেতুটি। যোগাযোগের কোনো কাজে আসছে না।

বিজ্ঞাপন

জানা গেছে, ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের পর ভূরুঙ্গামারী উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বিলুপ্ত সাহেবগঞ্জ ছিটমহলবাসীর চলাচলের সুবিধার্থে পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবির টেংরাছড়া নালার উপর সেতুটি নির্মাণ করে এলজিইডি।

এলজিইডির অর্থায়নে, ২০১৬ সালের শেষের দিকে প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় ১৪ মিটার এবং প্রস্থ প্রায় ৬ মিটার। নির্মাণের প্রায় চার বছর পার হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি যোগাযোগে কোনো কাজে আসছে না।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা মজিবর ও বুলবুল জানান, দীর্ঘদিন হয়ে গেল টেংরাছড়া নালার উপর ব্রিজ হয়েছে কিন্তু ব্রিজের দুইপাশে রাস্তা তৈরি করা হয়নি। ব্রিজের ওপর দিয়ে সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারে না। রাস্তা না থাকলে ব্রিজ দিয়ে কি হবে? তাদের দাবি ব্রিজ তৈরি হওয়ার পর থেকে অদ্যাবধি সরকারের দায়িত্বশীল কেউ রাস্তা তৈরির জন্য ওই এলাকায় যাননি। 

বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা সাইদুর রহমান বাদশা বলেন, সরকারি উদ্যোগ না থাকায় এবং এলাকাবাসীর সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয় না থাকায় দীর্ঘদিনেও সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ হয়নি। ফলে যোগাযোগে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ছিটমহল বিনিময় কমিটির তৎকালীন ভূরুঙ্গামারী শাখার সাধারণ সম্পাদক ও বর্তমানে হিউম্যান রাইটস উত্তর ধরলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

ভূরুঙ্গামারী উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ছিটমহল বিনিময়কালে সেতুটি নির্মাণ করা হয়। কয়েকজন ব্যক্তি সড়ক নির্মাণে জমি দিতে অস্বীকৃতি জানানোয় সেতুর দুই পাশে সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি।

এমআই/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |