ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ফেরিঘাটে ঢাকামুখো যাত্রীদের চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি 

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১২:৪৪ পিএম


loading/img
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ফেরিঘাটে ঢাকামুখো যাত্রীদের চাপ

করোনা সংক্রমণরোধে গণপরিবহন বন্ধ থাকলেও বন্ধ নেই বাংলাবাজার শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল। কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ফেরিগুলো। শপিংমল খুলে দেয়ায় মানুষের চলাচল বেড়েছে কয়েক গুণ।

বিজ্ঞাপন

তবে যাত্রীবাহী নৌযানসহ গণপরিবহন বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তিও। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দেখা যাচ্ছে, উভয়ঘাট থেকে গাদাগাদি করে যাত্রী নিয়ে ফেরিগুলো ঘাটে ভিড়ছে। এদিকে যাত্রী চাপ সামলাতে রো-রো ফেরিসহ প্রায় সব কয়টি ফেরিই চলাচল করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন লকডাউনের পর মার্কেট খোলার সংবাদে জীবিকা নির্বাহের জন্য করোনা‘র ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ছুটছে শ্রমজীবী মানুষ। এদিকে গণপরিবহণ বন্ধ থাকার ফলে দ্বিগুণ ভাড়া দিয়ে ছোট ছোট লোকাল পরিবহনে করে চরম ভোগান্তি পোহায়ে ঘাটে আসতে হচ্ছে তাদের। 

বিআইডব্লিটিসির শিমুলিয়া ঘাটের ব্যাবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ মঙ্গলবার বলেন, আজ যাত্রীদের তুলনামূলক চাপ রয়েছে। জরুরি সেবাসহ কাঁচামালের গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |