ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হলিউড প্রযোজককে লুঙ্গি ড্যান্স শেখালেন কিং খান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ১৭ এপ্রিল ২০১৭ , ১০:১০ এএম


loading/img

স্যান ফ্রানসিস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৬০তম অনুষ্ঠান উদযাপিত হয় শুক্রবার।

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে শাহরুখ খানকে সম্মান প্রদান করা হয়।

ছবির পর্দায় প্রযোজকদের কথা মতো নাচানাচি করলেও, এবার তিনি খবরের শিরোনামে এসেছেন এক প্রযোজককে নাচের স্টেপ শিখিয়ে।

বিজ্ঞাপন

ব্রেট র‌্যাটনার। হলিউডের নামী প্রযোজক তো বটেই, তার ঝুলিতে রয়েছে ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’ ও ‘রাশ আওয়ার’র মতো ব্লকবাস্টার ছবিও।

শাহরুখ খান এবার সেই ব্রেট র‌্যাটনারকেই ‘লুঙ্গি ড্যান্স’র স্টেপ শেখালেন।

তাও ভরা সভাগৃহে, স্টেজের উপরে।

বিজ্ঞাপন

কিন্তু শিক্ষকের ক্যারিশমা এতটাই যে, ছাত্র ব্রেট খুব সহজেই তা শিখে ফেলেন।

এ সময় শাহরুখের সঙ্গে কথা বলে অভিভূত হলিউড প্রযোজক-পরিচালক ব্রেট র‌্যাটনার। 

তিনি বলেন হলিউডের জ্যাকি চ্যান, দ্য রক, টম হ্যাঙ্কস ও টম ক্রুজের সম্মিলিত রূপ হলেন শাহরুখ খান।

 

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |