ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ০৯:৪১ এএম


loading/img
ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মোহাম্মদ সাব্বির নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ মে) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. সাব্বির বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইল।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেছন থেকে একটি ট্রাক সামনে থাকা সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের ফলে সড়কের দুই পাশে প্রচুর যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাকচালকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |