মানিকগঞ্জ জেলা শহরের জরিনা কলেজ এলাকা থেকে নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পড়ে থাকা নির্জন স্থান থেকে ব্যাগের ভেতর থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শাহ জামান বলেন, স্থানীয় একজন জরুরী সেবা-৯৯৯ নম্বরে কলের মাধ্যমে অবহিত করে। পরে ঘটনাস্থল থেকে নবজাতক কন্যা শিশুর মরদেহটি উদ্ধার করি আমরা। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর/