ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টিতে ১০ হাজার ক্লাবের প্রথম সদস্য গেইল

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ এপ্রিল ২০১৭ , ০১:৩৭ পিএম


loading/img

টি-টোয়েন্টি ক্রিকেটের ১০ হাজার ক্লাবে প্রথম সদস্য হিসেবে নিজের নাম রেকর্ড বুকে তুলেছেন জ্যামাইকার স্ট্রোম খ্যাত ক্রিস গেইল।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট লায়ন্সের বিপক্ষে ৩ রান সংগ্রহ করতেই ১০ হাজার রানের এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এদিন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ওপেনিং করতে নামেন ১০ হাজার রান থেকে মাত্র ৩ রান দূরে থাকা গেইল। স্ট্রাইকে গিয়ে ৩ রান তুলতে ইনিংসের চতুর্থ ওভার পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করেন এ দানব ব্যাটসম্যান। পরে তিনটি সিঙ্গেলের মাধ্যমে ১০ হাজার রানের ক্লাবে প্রথম ব্যাটসম্যান হিসেবে ঢুকে পড়েন গেইল।

বিজ্ঞাপন

১০ হাজার রান নিজের ঝুলিতে পুরতে গেইল এ পর্যন্ত খেলেছেন ২৯০টি টি-টোয়েন্টি ম্যাচ। স্ট্রাইক রেট রয়েছে ১৪৯। যেখানে তার রয়েছে ১৮টি সেঞ্চুরি, ৬১টি হাফসেঞ্চুরি আর ৭৪৩টি ছক্কা।

১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর গেইল ওই ইংনিসে ৩৮ বলে সংগ্রহ করেন ৭৭ রান। চমৎকার ৭টি ছক্কা ও ৫টি চারের সুবাদে দলের সংগ্রহ হয় ২১৩ রান।

বিশাল লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে গুজরাট ২১ রানে ম্যাচ হারে। টি-টোয়েন্টিতে গেইলের মোট রান সংখ্যা এখন ১০ হাজার ৭৪।

বিজ্ঞাপন

দশ হাজারী ক্লাবে প্রথম সদস্য হওয়া ছাড়াও ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি, হাফসেঞ্চুরি এবং ছক্কার রেকর্ডের মালিকও গেইল।

ওয়াই/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |