ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যাত্রীবাহী মাইক্রোবাস খালে পড়ে আহত ১৪

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মে ২০২১ , ১১:৪৮ এএম


loading/img
ফাইল ছবি

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মে) সকাল ৬টায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন, চাঁদপুরের পরমজাখান এলাকার আশিকুর রহমানের স্ত্রী তাসলিমা (৩৩), তার ছেলে ইয়াছিন (১১), মেয়ে আয়েশা আক্তার (৪), খুলনার খালিশপুরের এএম মহিনের ছেলে ওয়াসিব হাসান (৪৩), গোপালগঞ্জের কাটারীপাড়ার টুটপাড়া গ্রামের মফিজ উল্যাহর ছেলে তাহমিন হোসেন (২৬), খুলনার দৌলতপুরের আফজাল খানের ছেলে তুহিন খান (৩৮), খুলনার কাঠালিয়ার সোনাউটা গ্রামের বাবুল মিয়ার মেয়ে তাসলিমা আক্তার (৩৮), বাগেরহাটের ফকিরহাটের মূলঘর গ্রামের রুস্তম মিয়ার ছেলে রবিউল (২৮), খুলনার কাশিদিয়া উপজেলার রূপসাঘাট গ্রামের আবু জাফরের ছেলে অনিক (২৮), বাগেরহাটের চিতলমারীর চরবাড়িয়া গ্রামের জালাল শেখের ছেলে শুক্কুর আলী (১৭) ও মাইক্রোবাসের চালক।

বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়েরুল বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীরা বিভিন্ন জেলা থেকে নদীপথে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে একসঙ্গে হয়ে  মাইক্রোবাসে চট্টগ্রাম যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিএম

বিজ্ঞাপন

আরটিভি’র সর্বশেষ নিউজ পেতে ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন...

https://www.facebook.com/rtvnews24

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |