ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তরকারি গরম করে দেয়ার কথা বলে প্রবাসীর স্ত্রীকে ধ'র্ষণচেষ্টা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৩ মে ২০২১ , ০৭:৪৪ পিএম


loading/img
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় প্রবাসীর স্ত্রীকে তরকারি গরম করে দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে এনে মোবাইলে ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক যুবক। এ সময় আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এসে প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে ওই যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ মে) বিকেলে ফতুল্লার নূরবাগ এলাকায় ভাড়াটিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃত জুয়েল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বালুচর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি নূরবাগ এলাকায় বাবুল মিয়ার বাড়িতে ভাড়ায় স্ত্রীকে নিয়ে বসবাস করে ওয়ার্কশপে কাজ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই ইমানুর হোসেন জানান, আটক জুয়েলের স্ত্রী শুক্রবার (২১ মে) তার বাবার বাড়ি গিয়েছেন। এই কারণে শনিবার (২২ মে) বিকেলে তরকারি গরম করে দেয়ার জন্য পাশের রুমের ভাড়াটিয়া সৌদি প্রবাসীর স্ত্রীকে ডেকে আনেন। প্রবাসীর স্ত্রী আসার আগেই গোপনে মোবাইলে ভিডিও রেকর্ডিং চালু করে রাখেন। ধর্ষণের চেষ্টার ভিডিওসহ ওই মোবাইলটি জব্দ করা হয়েছে। 

বিজ্ঞাপন

জিএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |