ভূমি অফিসে মাস্টার রোলে অফিস সহকারী পদে চাকরি করতেন উজ্জ্বল মিস্ত্রি (৪৫)। কিন্তু সম্প্রতি চাকরি হারিয়ে ও পাইলস রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মানসিক অবসাদে ভুগতে থাকেন। ফলে নিজ বাড়িতেই আত্মহত্যা করেন তিনি। ঘটনাটি ঘটেছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধোকরকোলা মহল্লায়।
বুধবার (২৬ মে) সকালে তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত উজ্জ্বল মহল্লার কোরবান আলী মিস্ত্রির ছেলে।
পুলিশ জানায়, পরিবারের লোকজন উজ্জ্বলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
দুপচাঁচিয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মানিক মহলদার জানিয়েছেন, উজ্জ্বল দীর্ঘদিন ধরে ভূমি অফিসে মাস্টার রোলে (অস্থায়ীভাবে) অফিস সহকারী পদে চাকরি করছিল। হঠাৎ তার পদে অন্য একজন স্থায়ীভাবে নিয়োগ পাওয়ায় চাকরি ছেড়ে দিতে হয় উজ্জ্বলের। এরপর বেকারত্ব দূর করার চেষ্টা চালায়। এছাড়া পাইলস রোগেও আক্রান্ত ছিল।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে সে মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
এসআর/