পুনরায় ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মডেল রাউধা আথিফের মরদেহ কবর থেকে উত্তোলন করার কথা থাকলেও তোলা হয়নি। এছাড়া ঠিক কী কারণে তোলা হয়নি বা কবে তোলা হবে এ ব্যাপারে কোনো পরিষ্কার তথ্য জানা যায়নি।
তবে সিআইডি পরিদর্শক আসমাউল হক বলেছেন, আসছে রোববার রাউধার মরদেহ কবর থেকে তোলা হতে পারে।
এদিকে রাউধা হত্যা মামলার একমাত্র আসামি সহপাঠী সিরাত পারভীন মাহমুদের পাসপোর্ট জব্দ করেছে সিআইডি। একইসঙ্গে তাকে কলেজ না ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া দেশ ত্যাগ করতে হলে পুলিশের অনুমতি নিতে হবে সিরাত পারভীন মাহমুদের।
এদিকে দ্বিতীয় দফা রাউধার মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার আদেশ দেন রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালত-১। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয় দফা উত্তোলন করা হবে রাউধার মরদেহ এমনটি জানিয়েছিলেন আদালত। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল এ আদেশ দেন। রাউধার মরদেহ উত্তোলনের সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রক্তিম চৌধুরীকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
গেলো ২৯ মার্চ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ।
আর/সি