ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

হাসপাতালে পানি সরবরাহ বন্ধ, দুর্ভোগ চরমে

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুন ২০২১ , ০৯:২৫ পিএম


loading/img
ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাম্প বিকল হওয়ায় ২ দিন ধরে পানি না থাকার কারণে হাসপাতালে ভর্তি রোগী, স্বজন ও কোয়াটারে বসবাসরত স্টাফদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল অভ্যন্তরে সবগুলো টিউবওয়েল দীর্ঘদিন ধরে অকেজো থাকলেও সচলের নেই কোনো উদ্যোগ। একটি টিউবওয়েলই এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুন) দুপুর ২টার দিকে বালিয়াকান্দি হাসপাতালের প্রবেশ গেটের পাশে একটি টিউবওয়েল সচল। সেখান থেকেই পানি নিচ্ছে। হাসপাতাল কোয়াটারসহ হাসপাতাল অভ্যন্তরে অন্যান্য টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে। বাথরুমগুলো নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বের হচ্ছে। নতুন ভবনে ফ্যান অকেজো হয়ে পড়েছে। ২ দিন ধরে পানি না থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি রয়েছে ২৫ রোগী, সঙ্গে স্বজনরাও। কোয়াটারে হাসপাতালের স্টাফরাও রয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের আবুল কাসেম বলেন, সাবান পানি দিয়ে হাত ধুয়ে হাসপাতালে প্রবেশের নিয়ম থাকলেও পানি নেই। তাই হাত না ধুয়েই হাসপাতালে যেতে হলো।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের খাদিজা বেগম, আইয়ুব মোল্যা, বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের কবিতা বেগম, নবাবপুর ইউনিয়নের মেচুয়াঘাটা গ্রামের আনোয়ারা বেগম বলেন, ২ দিন ধরে পানি নেই। বাথরুম দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। নিয়মিত পরিষ্কার করা হয় না। ফ্যান চলে না। প্রচণ্ড গরমের কারণে এখন হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী হয়ে ফিরে যেতে হবে বলে মনে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বলেন, হাসপাতালের পাম্প নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মেকানিক এনে ফরিদপুরে পাঠানো হয়েছে। আজকেই পৌঁছে যাবে বলে আশা রাখি। বিকল্প হিসেবে আরও একটি পাম্প বসানোর পরিকল্পনা হাতে নিয়েছি।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |