মাদারীপুরের শিবচরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার সময় অভিযুক্ত ইমরান বেপারীকে উপজেলার চর-জানাজাত ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইমরান চর-জানাজাত ইউনিয়নের কাছিকান্দী গ্রামের দিলু বেপারীর ছেলে।
-
আরও পড়ুন... কনডম ব্যবহারে আগ্রহ নেই ৯৭% নারী ও ৮৭% পুরুষের
পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, ইমরান বেপারী (২৪) এলাকার দুর সম্পর্কের বিয়াইনের (১৮) সঙ্গে মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তারপর প্রায়ই ইমরান ওই তরুণীর বাড়ি যাতায়াত করতো। গত ১৯ মে রাত পৌনে ১১টার সময় ইমরান ওই তরুণীকে ডেকে বাইরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং ঘটনাটি কারো কাছে প্রকাশ করতে না করে। প্রকাশ করলে তাকে বিয়ে তো করবেই না বরং মেরে ফেলারও ভয় দেখায়। পরে পারিবারিকভাবে বিয়ের চাপ দিলে ইমরান বিয়ে করতে অস্বীকার করে। তাই বাধ্য হয়ে ওই তরুণী বুধবার (২ জুন) ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগকারী মেয়ের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে পাইনি।
এসআর/