টাঙ্গাইলের সদর উপজেলার তারটিয়া থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ২টার দিকে সড়কের আনালিয়া বাড়ি এলাকায় ঢাকাগামী একটি ট্রাক উল্টে গেলে এ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, মহাসড়কের উত্তরবঙ্গ-গামী লেনে পরিবহনের চাপ অনেক বেশি। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাঁচামালসহ পণ্য পরিবহনগুলো পড়েছে বিপাকে। এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে যায়। এতে যানচলাচল বন্ধ হলে অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়া কয়েক-দফা বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কয়েক-দফা বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। সকালে গাড়ির দীর্ঘ সারি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান-চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
জিএম