ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

প্রেমিকাকে একাধিকবার ধর্ষণ করলো নাঈম 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুন ২০২১ , ০৯:২৯ এএম


loading/img
গ্রেপ্তারকৃত মো. নাঈম হাসান

ময়মনসিংহ সদরে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বিজ্ঞাপন

রোববার (৬ জুন) বিকেলে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নাঈম হাসান (২০) ত্রিশাল উপজেলার ভরাডোবা এলাকার মঞ্জুরুল হকের ছেলে।

বিজ্ঞাপন

র‌্যাব-১৪ এর মুখপাত্র মো. আনোয়ার হোসেন বলেন, ২০২০ সালের অক্টোবরে ওই স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয় নাঈম হাসানের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভনে নাঈম তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা গত ৪ জুন র‌্যাব-১৪ বরাবর লিখিত অভিযোগ করে। পরে শনিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিষয় কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব। 

বিজ্ঞাপন

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |