পাবনা গণপূর্ত ভবনে অস্ত্র নিয়ে ঠিকাদার আওয়ামী লীগ নেতাদের মহড়ার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতার দুটি শটগানের লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। বুধবার লাইসেন্স বাতিল করে বৃহস্পতিবার (১৭ জুন) অস্ত্র দুটির মালিককে চিঠি দেওয়া হয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাবলা জেলা প্রশাসক কবীর মাহমুদ।
কবীর মাহমুদ বলেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করায় মহসিন রেজা খান মামুন ও শেখ আনোয়ার হোসেন লালুর নামে ইস্যুকৃত শটগানের লাইসেন্স বাতিল করা হয়েছে।
গত ৬ জুন ২৫ থেকে ৩০ জনের একটি দল অস্ত্র হাতে গণপূর্ত ভবনে প্রবেশ করে। ভবনে থাকা সিসি ক্যামেরার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পরলে পুলিশ অস্ত্র দুটি জব্দ করে। তদন্তে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়। মঙ্গলবার লাইসেন্স বাতিলের সুপারিশ জানিয়ে প্রতিবেদন দেয় জেলা পুলিশ।
এসজে/এফএ