ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

মার্কেটের সামনে ময়লা ফেলে মেয়রের প্রতিবাদ

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ জুন ২০২১ , ০৮:১২ পিএম


loading/img
মার্কেটের সামনে ময়লা

দীর্ঘদিন পৌর ট্যাক্স না দেয়ায় মঙ্গলবার (২২ জুন) সকালে দাগনভূঞা বাজারে দুইটি মার্কেটে ময়লা রেখে শাস্তি দেয়া হয়েছে মার্কেট কর্তৃপক্ষকে। মার্কেট দুইটি হলো দাগনভূঞা বসুরহাট রোডে অবস্থিত হিরন মার্কেট ও শাহাব উদ্দিনের মার্কেট।

বিজ্ঞাপন

জানা গেছে, হিরন মার্কেটের কাছে চার বছরের ট্যাক্স পাওনা রয়েছে পৌরসভা। একই সঙ্গে শাহাব উদ্দিনের কাছে ৯ বছরের ট্যাক্স বাবদ দুই জনের কাছে প্রায় দেড় লাখ টাকা পাওনা রয়েছে পৌরসভার।

প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম জানান, মালিকপক্ষ বকেয়া পরিশোধ করবে রাজি হওয়ায় ব্যবসায়ীদের কথা চিন্তা করে ময়লা অপসারণের জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

পৌরসভার মেয়র ওমর ফারুক খান জানান, দীর্ঘদিন পৌর ট্যাক্স না দিলে আইনে এমন ধরনের শাস্তির কথা লিখা রয়েছে।

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |