ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নামিয়ে দিলে টাকা ফেরত

আরটিভি নিউজ

শুক্রবার, ২৫ জুন ২০২১ , ০৭:৩০ পিএম


loading/img
পাটুরিয়া থেকে ঢাকাগামী প্রাইভেটকার

ঢাকাসহ সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বাড়ায় বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার। এরপরও মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। যাত্রীবাহী বাস বন্ধ হলেও মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলে ঢাকা থেকে মানুষ গ্রামে ছুটছেন, অনেকে আবার গ্রাম থেকে মহাসড়ক বাদে বিকল্প পথে ঢাকায় আসছেন। এজন্য যাত্রীদের বাড়তি ভাড়া গুণতে হচ্ছে। অনেক চালক যাত্রীদের টানতে বলছেন, পাটুরিয়া থেকে গাবতলী পথের মধ্যে নামিয়ে দিলে টাকা ফেরত।   

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ জুন) ছুটির দিন হলেও মানুষের ঢল থামানো যাচ্ছে না। রাজধানীর সঙ্গে যাত্রীবাহী যানবাহন বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে ঢাকায় আসছেন। পাটুরিয়া ফেরিঘাট থেকে মাইক্রোবাস ও প্রাইভেটকারে আমিনবাজার নেমে অন্য গাড়িতে ঢাকায় আসছেন মানুষ।

পাটুরিয়া ফেরিঘাটের পাশাপাশি গাবতলী থেকেও গ্রামের উদ্দেশে শতশত মানুষ ছুটছেন। যানবাহন বন্ধ থাকলেও মানুষের যাতাযাত বন্ধ নেই। ঢাকায় মানুষ আসছে এবং বের হচ্ছে। লকডাউন খুব একটা কাজে না আসায় শাটডাউনের কথা ভাবছে সরকার। এ কারণে বেশিরভাগ নিম্ন ও মধ্যম মানুষ ঢাকা ছাড়ছেন। বাড়তি ভাড়া গুণতে হচ্ছে তাদের। ঢাকা থেকে রংপুর যেতে ১৫শ’ থেকে দুই হাজার টাকা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ প্রতিনিধি জানায়, যাত্রাপথে পুলিশ বা ম্যাজিস্ট্রেটের ঝামেলায় রাস্তায় নামিয়ে দিলে টাকা ফেরত। পাটুরিয়া থেকে একটানে গাবতলী। ভাড়া মাত্র চারশো। এই বলে যাত্রী বোঝাইয়ের আশায় হাঁকডাকে ব্যস্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকার ঢাকামুখী ডজন খানেক প্রাইভেটকার চালক।

যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ির চাপ কম থাকায় অল্প কিছু যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ফেরিঘাটের তিন নম্বর পন্টুনে নোঙর করে ছোট ফেরি রজনীগন্ধা। এরপর ঢাকামুখী যাত্রীদের নিজেদের গাড়িতে নিতে হাঁকডাকে ব্যস্ত হয়ে পড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক।

শাজাহান নামে একজন প্রাইভেটকার চালক বলেন, ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ম্যাজিস্ট্রেট রয়েছে। তাই যাত্রী নিয়ে আঞ্চলিক সড়ক (সিংগাইর সড়ক) ব্যবহার করে গাবতলী যাচ্ছি। তবে ওই সড়কেও মাঝে মাঝে অভিযান হয়। তাই ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

বিজ্ঞাপন

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ঢাকা আরিচা মহাসড়ক হয়ে ঢাকায় সাধারণ যাত্রী যাওয়ার কোন সুযোগ নেই। মহাসড়ক এলাকায় হাইওয়ে পুলিশের টহল অব্যাহত রয়েছ।

বিজ্ঞাপন

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |