বরিশালে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটে অনিয়ম হওয়ার অভিযোগে প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার কে এম নূরুল হুদা, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব ও সহকারী সচিবসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার যুগ্ম জেলা জজ ৩য় আদালতে মামলার আবেদন করেন মেমনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা আ. লতিফ মৃধা।
বিচারক মো. ইফতেখারুল ইসলাম মামলাটি গ্রহণ করে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।
মামলাটিতে আরও আসামি করা হয়েছে মেমনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিজয়ী সদস্য মনির হোসেন চৌকিদার, অপর প্রার্থী দুলাল হোসেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা, মেমানিয়া ইউপি চেয়ারম্যান ও সচিবকে।
এফএ