• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

মেডিকেলের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু মঙ্গলবার, আবেদন যেভাবে

আরটিভি নিউজ

  ২০ জানুয়ারি ২০২৫, ১২:৫০
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (১৯ জানুয়ারি) প্রকাশিত হয়েছে। সব ঠিক থাকলে মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে এ পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ শুরু হবে। এসএমএসের মাধ্যমে ১ হাজার টাকা ফি দিয়ে এ আবেদন করা যাবে।

রোববার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে ১ হাজার টাকা (অফেরতযোগ্য) টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ জন্য আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ ফল আবেদনকারীকে যথাসময়ে জানানো হবে। এ ব্যাপারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গঠিত কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত।

ফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি

টেলিটকের যে কোনো প্রিপেইড মোবাইল ফোন থেকে SMS করতে হবে।
প্রথম এসএমএস: DGME RSC Roll No লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। (যেমন DGME RSC 1116000)। ফিরতি Message এ একটি PIN নম্বর আসবে।

দ্বিতীয় এসএমএস: ফি প্রদানের জন্য প্রাপ্ত PIN নম্বর দিয়ে SMS করতে হবে DGME RSCYESPIN এবং পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যেমন: DGME RSCYES 12345678। ফিরতি SMS-এ ফি জমা বাবদ একটি প্রাপ্তি স্বীকার SMS পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে রোববার (১৯ জানুয়ারি) এর ফল প্রকাশ করা হয়।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অন্যান্য এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ
‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার
এবার হাইকোর্টে চিন্ময় দাসের জামিন আবেদন, শুনানি সোমবার  
কর্মী নেবে ফুডপান্ডা, চল্লিশেও করা যাবে আবেদন