গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর (মাইক্রোবায়োলজি) ল্যাবে বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হয়ে পড়েছে। এর ফলে সোমবার (২৮ জুন) থেকে হাসপাতালটিতে বন্ধ রয়েছে করোনার নমুনা পরীক্ষা। জেলার করোনার নমুনা সংগ্রহের পর পাঠানো হচ্ছে ঢাকায়।
গণমাধ্যমকে মঙ্গলবার (২৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজি বিভাগের প্রধান ও মাইক্রোবায়েলজি ল্যাবের ইনচার্জ এস কে সাইফুল ইসলাম।
তিনি বলেন, কয়েকদিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লুর মেশিনটিতে সমস্যা দেখা দেয়। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়কে জানানো হলে গত ২৭ জুন ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ টিম আসেন। তারা মেশিনটি পরিবর্তনের পরার্মশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেন। ২৮ জুন সকালে কাজ করতে গিয়ে ওই মেশিনটি বিকল হয়ে যায়। এদিন থেকে করোনার সব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।
সাইফুল ইসলাম বলেন, ল্যাবে করোনা সংক্রমণ রোধে এ কেবিনেটের ভেতরে নমুনা রেখে কাজ করতে হয়। আর ওই কেবিনেটের ল্যামিনার ফ্লু নষ্ট বা বিকল হলে ল্যাবে বাতাসের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। ফলে সংক্রমণের ঝুঁকিতে পড়বে ল্যাবে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।
এমআই